টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি সহ ১৫ দেশ

✍️ নিজস্ব প্রতিবেদক ১২/৭/২০২৫, ২:২৫:৪৪ PM
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি সহ ১৫ দেশ

২০২৬ সালে ভারতে ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরে খেলবে মোট ২০টি দল। ইতোমধ্যেই ১৫টি দল নিশ্চিত করে ফেলেছে বিশ্বকাপের টিকিট।


সবশেষ ইউরোপ অঞ্চল থেকে গতকাল প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেয়েছে ইতালি। তাদের সঙ্গে টিকিট কেটেছে নেদারল্যান্ডসও। এর মাধ্যমে ইউরোপ থেকে দুই দল চূড়ান্ত হয়েছে।


স্বাগতিক দেশ হিসেবে সরাসরি খেলবে ভারত ও শ্রীলঙ্কা। গত বিশ্বকাপের শীর্ষ আট দল হিসেবে জায়গা নিশ্চিত করেছে: বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র।


ভারত র‍্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকায় র‍্যাংকিং বিবেচনায় বাড়ানো হয়েছে একটি স্লট। সেখানে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে জায়গা পেয়েছে আয়ারল্যান্ড। আমেরিকা অঞ্চল থেকে বাছাই পেরিয়ে এসেছে কানাডা। ইউরোপ অঞ্চল থেকে এসেছে ইতালি ও নেদারল্যান্ডস। সব মিলিয়ে এই ১৫টি দল এখন পর্যন্ত নিশ্চিত করেছে তাদের বিশ্বকাপ যাত্রা।


তবে, এখনো বাকি পাঁচটি স্লট। এশিয়া ও আফ্রিকা অঞ্চল থেকে বাছাই পেরিয়ে টিকেট নিশ্চিত করবে এই পাঁচ দল। এশিয়ান অঞ্চল থেকে টিকেট পাবে তিনটি দল। আর আফ্রিকা থেকে দুটি দল।


যে ১৫ দেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত: ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস।

🔗 শেয়ার করুন:

FacebookWhatsApp
🏷️ ট্যাগ: টি-টোয়েন্টি, বিশ্বকাপ,